ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

রাঙামাটিতে ভবন হস্তান্তর

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

রাঙামাটির কাউখালীর বাকছড়ি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের পাকাভবন বুঝিয়ে দেওয়া হয়েছে রাঙামাটিপার্বত্য জেলা পরিষদের কাছে। রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে ভবন হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য  জেলপিরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানিবক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দাতাসংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ২০১৬ সালে নভেম্বরে ৬৮ লাখ টাকার ব্যয়ে বাকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝরাজীর্ণ বেড়াঘরের পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়।