সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ঢাকার উন্নয়ন সম্ভব নয়
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
শিল্পকারখানা রাজধানীর বাইরে ছড়িয়ে দেয়া এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ঢাকার উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চেম্বারে গোলটেবিল আলোচনায় এ’সব কথা বলেন তারা।
ঢাকার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শিক্ষক, অর্থনীতিবিদ, নগরবিদ সহ দেশি বিদেশী বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। ঢাকার উন্নয়নের সাথে সাথে এর আশপাশের এলাকার উন্নয়ন বেশি জরুরি বলে মনে করেন তারা।
পরিকল্পনা করা হলেও, তার বাস্তবায়ন না হওয়ায় রাজধানী ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে।
ঢাকাকে সুন্দর করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা।