ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

সৌদিতে দুর্দশাগ্রস্থ প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

করোনাভাইরাসের প্রভাবে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হওয়ার কারণে জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশি চরম খাদ্য সংকটে পড়েছেন এবং প্রকৃতপক্ষে বিশেষ কষ্টের মধ্যে আছেন, বিশেষ করে কর্মহীন হয়ে পড়ায় প্রচন্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের মাঝে জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করেছে। 

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন থেকে শুরু করে কারফিউ জারি করে সৌদি সরকার। সৌদি সরকারের বিশেষ অনুমতি নিয়ে সোমবার (১৩ এপ্রিল) থেকে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সল আহমেদ এবং তার সহকর্মীবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

গত ৬ এপ্রিল জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল ফেসবুক পোস্টে জেদ্দা ও পশ্চিমাঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দুর্দশাগ্রস্থ অবস্থায় আছে তাদের তথ্য কনস্যুলেটকে সরবরাহ করার আহবান জানায়। এরপর বিপুল পরিমান প্রবাসী সাহায্যের জন্য আবেদন করেন। বিপদগ্রস্থ যে সমস্ত প্রবাসী এখনও আবেদন করেননি তাদের অবিলম্বে আবেদন করার আহবান জানান জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সল আহমেদ।
কেআই/