ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আবারও শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। টানা ষষ্ঠবারের মতো মহাপরিচালক হলেন তিনি। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়, লিয়াকত আলী লাকীকে তিন বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগের দফাগুলোতে দুই বছর করে দায়িত্ব পালন করেছেন তিনি। আগের চুক্তি অনুযায়ী গত ১০ এপ্রিল তার মেয়াদ শেষ হয়। এরপর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে শিল্পকলা একাডেমির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

নাট্যজন লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সঙ্গীতের প্রতি অনুরাগ থেকে তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে ৫ বছরের সার্টিফিকেট কোর্সও করেছেন। নাট্যকলায় অবদানের জন্য লিয়াকত আলী লাকী ২০১৯ সালে একুশে পদক লাভ করেছেন।
এসএ/