ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

দেশের ইতিহাসকে শ্রদ্ধা এবং বীরদের সম্মান করলেই বাংলাদেশ এগিয়ে যাবে

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

দেশের ইতিহাসকে শ্রদ্ধা এবং বীরদের সম্মান করলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ ইউনিভার্সিটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে না। আগামী প্রজন্মকে আরও দেশপ্রেমী হবার আহবান জানান তিনি। একইসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে সাবইকে সোচ্চার হাওয়ার আহবান জানান তথ্যমন্ত্রী। এরআগে উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য ধরে রাখার প্রত্যয় জানান সংশ্লিষ্টরা।