ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

যুক্তরাষ্ট্রের বাংলাদেশী ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ বাসায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, নিহত জাকির খান ভাড়া নিয়ে বাড়ির মালিকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাড়িওয়ালা তাহা মাহরান তাকে ছুরিকাঘাত করে। পরে জাকির খানকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাড়িওয়ালাকে আটক করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। আবাসন ব্যবসায়ী জাকির খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।