সেমিফাইনালে উঠেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
কোরিয়ার পোচন ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।
হারলেও গ্র“প রানার্স আপ হয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে পোচন ক্লাব। এরফলে এক খেলা বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো ঢাকা আবাহনীর। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমনে জমে উঠে সম শক্তির দু’দলের খেলা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নেলিয়াসের গোলে ১-০ তে এগিয়ে যায় টিসি স্পিার্টস। এরপর মরিয়া হয়ে আক্রমণ চালায় পোচন। খেলার ৭৭ মিনিটে পোচনের পার্ক জুং পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান।