ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে বাংলাদেশি বংশোদ্ভুত আইএস নেতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ এএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ০৮:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

আফগানিস্তানের গোয়েন্দা কর্তৃপক্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর গ্রেফতার হওয়া দুই নেতার পরিচয় প্রকাশ করেছে। তাদের একজন বাংলাদেশি ও অপরজন পাকিস্তানি বংশোদ্ভুত। রোববার আফগান বার্তা সংস্থা খামা প্রেস এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) এক বিবৃতিতে জানায়, আফগান গোয়েন্দা কর্তৃপক্ষ মোহাম্মদ তানবির ওরফে ওমরান, আহমেদ ও নাসির-কে গ্রেফতার করেছে। সে বাংলাদেশের ঢাকার বাসিন্দা।

বিবৃতিতে বলা হয়েছে, আইএস খুরাসান'র তথ্য-প্রযুক্তির দায়িত্বে ছিল তানবির। তাকে প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা ইসা পাঞ্জাবি।

আফগান এনডিএস'র মতে, আইএস খুরাসানের নেতাদের গোপন যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে তানবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।

এনডিএস জানায়, গ্রেফতারকৃত অপর আইএস নেতা আলি মোহাম্মদ পাকিস্তানি বংশোদ্ভুত। সে ইসলামাবাদের বাসিন্দা।

এমবি//