দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ০২:৫৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এছাড়া আরোগ্য লাভ করেছেন সাতজন।
আজ বুধবার অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সময়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের নিয়ে মোট ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন।
একই সময়ে নতুন ২১৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে মোট আক্রান্ত সংখ্যা ১২৩১ জন। এছাড়া সাতজন সুস্থ হওয়ায় মোট ৪৯ জন সুস্থ হলেন।
উল্লেখ্য, গত মার্চ মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
এসএ/