ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

কুমিল্লার দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতে মৃতের বাড়ি প্রশাসন লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা উপসর্গ নিয়ে নিহত ওই যুবক উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার পুত্র দুলাল ভূঁইয়া।

মঙ্গলবার সন্ধ্যায় ওই কলেজছাত্রের শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির জানান, নিহত ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি করোনা সন্দেহ করায় নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এমবি//