ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

নড়াইলে কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী দিলেন সেনা সদস্যরা 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ১০০ পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার থেকে মেজর মঞ্জুরুল দেওয়ানের নেতৃত্বে এ খাদ্য সহায়তা দেয়া হয়। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি করে আটা ও ডাল, এক কেজি করে লবণ, তেল ও পেঁয়াজ এবং দুইটি সাবান। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষেরা খুশি হন। 

এ সময় সেনা সদস্যরা করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, ঘরে থাকা, মাক্স ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সচেতন হওয়ার আহবান জানান। 

এমএস/আরকে/