ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বরিশালে নার্সের করোনা শনাক্ত

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) এক নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) হাসপাতালটির পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে।

তবে এ ব্যাপারে ল্যাবের ইনচার্জ, হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, ‘বরিশালে নতুন করে কেউ আক্রান্ত হয়েছে কিনা তা বৃহস্পতিবার (আজ) আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে ঘোষণা করা হবে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে শেবাচিমের এক চিকিৎসক জানান, ‘২৫ বছর বয়সী ওই নার্স করোনা ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।’

এআই/