ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

জোর করে বিয়ে দিতে চাওয়ায় আত্মঘাতী কিশোরী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

বাউফল ম্যাপ

বাউফল ম্যাপ

ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী শিক্ষার্থী। বুধবার (১৫ এপ্রিল) রাতে পটুয়াখালীর বাউফলের অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

কিশোরীর বাবার নাম নুর হোসেন মৃধা। এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় কয়েকজন ও পুলিশ জানায়, অল্প বয়সে বিয়ে দিতে চাওয়ায় তাতে রাজি না হলে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তানিয়ার। একপর্যায় মারধর করা হয় তাকে। এরপর রাতে ঘরের সবাই ঘুমিয়ে পড়লে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

এনএস/