ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। ভারত সফর শেষে ১০দিন বিরতির পর আজ মিরপুর শেষে বাংলা স্টেডিয়ামে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের প্রস্ততি। ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনেই শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। পাকিস্তান সুপার লিগের জন্য দেশের বাইরে রয়েছেন সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ। এই তিনজনকে ছাড়া অনুশীলনে যোগ দিয়েছেন সবাই। এই সফরে লঙ্কানদের সাথে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৭ মার্চ প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ।