ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

এলিজি ফর অ্যা ডকটর

কাজী আফজাল হোসেন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ডা. মঈন,

আমার সদ্য-পাশ-করা ডাক্তার মেয়েটির মুখের দিকে তাকিয়ে

আপনার জন্যে চোখদুটো খুব ঝাঁপসা হয়ে আসে

বাংলাদেশের সবপরিবার হারালো আাপনাকে

দেখছেন কী মেঘ ছিলো আজ সারা আকাশে!

আমার আজ ছুঁয়ে দেখতে ইচ্ছে করে প্রেসক্রিপশন

আপনার হাতে কখন কোনটি লেখা

স্মৃতির পাতায় যুক্ত করে রেখে দিতে ছবি আপনার

কতকালের চেনা জানা দেখা

অদৃশ্য শত্রুটারে সবচাইতে আপনারই বেশি ছিলো

চেনা জানা পড়া

সংক্রমণ, শ্বাসযন্ত্র, বায়োপসিস, ভেতর-বাহির

অণুজীব, কত নড়াচড়া!

আপনার এই জীবন দিয়ে জীবন জয়ের অবিনাশী

লেখা কাব্য শোকের

ভরদুপুরে দিনের আলো নিভে-থাকা-দুঃসময়ে

আছেন আপনি প্রার্থণাতে লোকের

দেখছেন কী মেঘ ছিলো আজ সারা আকাশে!

আমার আজ ছুঁয়ে দেখতে ইচ্ছে করে প্রেসক্রিপশন

আপনার হাতে কখন কোনটি লেখা

স্মৃতির পাতায় যুক্ত করে রেখে দিতে ছবি আপনার

কতকালের চেনা জানা দেখা

অদৃশ্য শত্রুটারে সবচাইতে আপনারই বেশি ছিলো

চেনা জানা পড়া

সংক্রমণ, শ্বাসযন্ত্র, বায়োপসিস, ভেতর-বাহির

অণুজীব, কত নড়াচড়া!

আপনার এই জীবন দিয়ে জীবন জয়ের অবিনাশী

লেখা কাব্য শোকের

ভরদুপুরে দিনের আলো নিভে-থাকা-দুঃসময়ে

আছেন আপনি প্রার্থণাতে লোকের

এসি