ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনা ভাইরাসের কারণে এর দ্রুত বিস্তারে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে রেকর্ড সংখ্যাক মানুষের মৃত্যু ঘটে এবং এ দিন ৩৪১ জন রোগী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ফলে এমন একটি পরিস্থিতিতে সরকার পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, করেনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না।

আরও বলা হয়, এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বরে হতে পারবে না।

এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসি