বিশ্বজুড়ে ১ লাখ ৪১ হাজার ৯১৫ জনের প্রাণহানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪০ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

নিউ ইয়ার্কে করোনায় মৃত এক জনের দেহ নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা- রয়টার্স
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ১ লাখ ৪১ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১৮ হাজার ৭৯১ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টা নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়াল্ডোমিটার এ তথ্য দিয়েছে। করোনায় এখন পর্যন্ত সবেচেয় ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র।
সিএনএন জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৮৪ হাজার ৫১৫ জন করোনার কবলে পড়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৭ হাজার ৯৬০ জন।
এতে করে ভাইরাসটিতে মৃতের সংখ্যা সকালে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জনে থাকলেও রাত ১০টায় ১ লাখ ৪১ হাজার ৯১৫ জনে গিয়ে ঠেকেছে। যদিও সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২৭০ জন। তবে আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫১ হাজার ১১৩ জন মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ প্রায় ৫২ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৩৮৭ জনের। প্রতিদিনিই রেকর্ড আক্রান্ত ও মৃত্যুতে কঠিন অবস্থা পার করছে দেশটির জনগণ। অবস্থা আরও বেগতিক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এরপরই রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন। যেখানে মৃত্যু হয়েছে ১৯ হাজার ১৩০ জনের।
ইউরোপের আরেক দেশ ইতালিতে আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। যেখানে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৬৪৫ জন। তবে সুস্থ হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।
মৃতের সংখ্যায় চতুর্থ স্থানে একই মহামদেশের ফ্রান্স। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন। এরমধ্যে ১৭ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ও জার্মানিতে মারা গেছে যথাক্রমে ১৩ হাজার ৭২৯ এবং এবং ৩ হাজার ৮৫৬ জন।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে ভারত। দেশটিতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হয়েছে। মোদির দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪২৩ জন।
আর বাংলাদেশে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন। এর মধ্যে প্রাণ গেছে ৬০ জনের। গত ৮ মার্চ প্রথম দেশে করোনা শনাক্ত হয়।
এমএস/