ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মী বাংলাদেশী বংশোদ্ভুত রুমানার পদত্যাগ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শপথ নেয়ার আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মী বাংলাদেশী বংশোদ্ভুত রুমানা আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিকে একটি কলামে খবরটি জানিয়েছেন তিনি। ২০১১ সালে হোয়াইট হাউসে কাজ শুরু করেন রুমানা আহমেদ। কলামে রুমানা লিখেন, ট্রাম্প আমেরিকার মুসলিম নাগরিকদের বেলায় খুব একটা পার্থক্য হয়ে দাঁড়াবেন না বলে আশা ছিলো তার। তবে ট্রাম্পের মুসলিম বিরোধী বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি পদত্যাগ করেছেন। রুমানা জানান, ট্রাম্প প্রশাসন মুসলিমদের নাগরিক মনে না করে উল্টো হুমকি হিসেবে দেখে, তাদের হয়ে কাজ করতে গিয়ে বেশিদিন টিকতে পারা মুশকিল।