ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ১৮০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার | আপডেট: ০১:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনার প্রকোপে অচেনা নগরে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে প্রতিনিয়ত হু হু করে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।  

গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার প্রায় ৮শ মানুষ। যদিও তা গত দু’দিনের তুলনায় কিছুটা কম। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৮৪ জনে। 

অন্যদিকে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে আক্রান্তের সংখ্যা পৌনে ৭ লাখের কোঠায় দাঁড়িয়েছে। যেখানের সংক্রমতিরে সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ২১৫ জন। এর মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ৫৭ হাজার ২৩২। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বলেন, ‘পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, আক্রান্ত-মৃতে দেশ সর্বোচ্চ সীমা অতিক্রম করছে।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৮২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৪৫ হাজার ৫৫১ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ৫৮৯ জন। 

এদিকে করোনায় মৃতে দ্বিতীয় সর্বোচ্চস্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ২২ হাজার ১৭০ জনে পৌঁছেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ৬৯ হাজার।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই থাকা স্পেনে ১ লাখ প্রায় ৮৫ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। যেখানে মৃতের সংখ্যা ১৯ হাজার ৩১৫ জন। 

এআই/