ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

গ্যাসের মূল্য বৃদ্ধি যৌক্তিক, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

গ্যাসের মূল্য বৃদ্ধি যৌক্তিক উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভর্তুকি কমাতে গ্যাস খাতে মূল্য সংযোজন করা হয়েছে। একইসঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এদিকে, গ্যাসের মূল্য বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছে সাধারন মানুষ। দুই দফায় সব ধরনের গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তারা বলছেন, গ্যাসের দাম বাড়ানোয়, বাড়বে জীবনযাত্রার ব্যয়। হিমশিম খেতে হবে নিম্ন আয়ের মানুষদের। তাই, বিষয়টি আবারো বিবেচনায় নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। তবে, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তুলে ধরলেন গ্যাসের দাম বাড়ানোর  যৌক্তিকতা। বললেন, সাধারণ মানুষকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে এবং গ্যাস খাতে ভর্তুকি কমাতে এই সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন বিদ্যুতের দাম বাড়ানোর। গ্যাস-বিদ্যুত ব্যবহারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।