ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয় : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার | আপডেট: ০৩:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।’

আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।’

এই সংকটে চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।’

ডা. মঈন উদ্দিন মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থারা সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুজিবনগর দিবস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর।’

এসএ/