ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

সততার সাথে দায়িত্ব পালনে চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্মকর্তাদের নির্দেশ

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

কোন গোষ্ঠি কিংবা চাপের কাছে নতি স্বীকার না করে সততার সাথে দায়িত্ব পালনে চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্মকর্তাদের নির্দেশ দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। বললেন, কর কিংবা রাজস্ব ফাঁকি দিয়ে কেউ পার পাবেনা। রাজস্ব বান্ধব সংস্কৃতি গড়ে তুলতে দেশব্যাপী রাজস্ব সংলাপের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময়। সভায় বিভিন্ন হয়রানীর অভিযোগ করেন আমদানিকারকরা। বলেন, বন্দর কাস্টম হাউজে জনবল, যন্ত্রপাতিসহ অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। অর্থনীতিতে ভূমিকা রাখতে স্টেকহোল্ডারদের আন্তরিক হবার আহ্বান জানান বন্দর কর্তৃপক্ষ। সিটি মেয়র নাছির বলেন, উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আর্থিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কাস্টম হাউসকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায়ে কোন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও জানান তিনি।