বাগেরহাটে ১ হাজার ২২৫ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুচি নদীতে ১ হাজার ২২৫ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ আহত হয়েছেন।
শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাঝিকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। ট্রলার ‘মা ফতেমা’ মংলার সেনাকল্যান সংস্থা থেকে এক হাজার ৩শ’ বস্তা সিমেন্ট নিয়ে রাত ১টায় মোরেলগঞ্জে পৌছে। এখানে মাসুম এন্ড ব্রাদার্স এর ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাধা রশি ছিড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে এখনো কাজ শুরু হয়নি।