ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

চট্টগ্রাম বন্দরের নৌযান বহরে যুক্ত হয়েছে সমুদ্রগামী টাগবোট

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

চট্টগ্রাম বন্দরের নৌযান বহরে যুক্ত হয়েছে ২৫ টন বিপি ক্ষমতা স¤পন্ন কান্ডারী-১২ নামের একটি সমুদ্রগামী টাগবোট। শুক্রবার দুপুরে বন্দর জেটিতে নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বন্দর কর্তৃপক্ষের কাছে টাগবোটটি হস্তান্তর করে। এ’সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ অনেকে। ১৭ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সংস্থা ‘ক্লাস এন কে জাপান’ এর তত্ত্বাবধানে ২৫ দশমিক দুই শূণ্য মিটার দীর্ঘ টাগবোটটি নির্মাণ করা হয়েছে।