ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

নড়াইলের পুলিশ লাইন্সে জীবানুনাশক কক্ষ চালু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

এটি নড়াইল সদর’র ২য় জীবানুনাশক কক্ষ- একুশে টেলিভিশন

এটি নড়াইল সদর’র ২য় জীবানুনাশক কক্ষ- একুশে টেলিভিশন

করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলের জেলা পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে জীবানুনাশক কক্ষ চালু করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ প্রবেশদ্বার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও শেখ ইমরান, পুলিশ লাইন্সের সংরক্ষিত পরিদর্শক (আরআই) মুকুল কুমার ঘোষসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। 

জীবানুনাশক কক্ষের ভেতরে প্রবেশ করলে কয়েকটি নজেল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্প্রে’র মাধ্যমে পোশাকসহ শরীর জীবাণুমুক্ত হবে বলে জানান এর উদ্ভাবক প্রকৌশলী মোহাম্মদ আরাফাত। কক্ষটি করোনা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

এর আগে গত ১০ এপ্রিল নড়াইল সদর হাসপাতলের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়। 

এমএস/