ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

বিএনপি দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে চায়

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

বিএনপি দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বলেছেন, দলটি সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চায়। মীরসরাই জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কমিউনিটি পুলিশিং এর সমাবেশে তিনি এসব কথা বলেন । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার ।