ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সাংসদ লিটন হত্যা মামলায় সাবেক এমপি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

গাইবান্ধায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি ডাক্তার আবদুল কাদের খান রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে দাবি করেছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে সেই তথ্য জানানো হয়নি। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে। অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার কাদির খান সংসদ সদস্য থাকা অবস্থায় অনেকটা সুরক্ষিত ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জের এই বাড়ি। এখন প্রতিদিনই সেখানে কৌতূহলী মানুষের ভীড়। এমপি লিটন হত্যার ঘটনায় এই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে পিস্তল। লিটন হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১০ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির সাবেক এমপি ডাক্তার আবদুল কাদের খান। রিমান্ডে কাদের খান গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। লিটন হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে তারা। এদিকে, আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি’র পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়; অপরাধ করলে শাস্তি পেতে হবে। এছাড়া, রংপুরে শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কাদের খানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে কি-না, তা অনুসন্ধান করে দেখা হবে। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন।