ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ভারতে নৌবাহিনীর স্থাপনায় ২১জন করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার | আপডেট: ১২:৩৩ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ভারতীয় নৌবাহিনীর ২১ জন সদস্যের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ২০জনই মুম্বাইতে নৌবাহিনীর 'আই এন এস আঙ্গরে'-তে কর্মরত নাবিক।

ভারতীয় সামরিক বাহিনীতে এর আগে কখনো একসঙ্গে এত জন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ে নি।

নৌবাহিনী জানিয়েছে, সংক্রমিত নাবিকদের বেশিরভাগের শরীরেই এখনও কোনও উপসর্গ দেখা দেয় নি। এদের সকলের দেহেই সংক্রমণ ছড়িয়েছে একজনমাত্র নাবিকের শরীর থেকে, যার ৭ই এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।

প্রথম সংক্রমণ ধরা পড়া ওই নাবিকের চিকিৎসা চলছে মুম্বাইতে পশ্চিম নৌ কমান্ডের সবথেকে বড় ও আধুনিক হাসপাতাল 'আই এন এস অশ্বিনী'তে। সেই নাবিকের সংস্পর্শে কারা এসেছিলেন, সেই 'কন্ট্যাক্ট ট্রেসিং' করতে গিয়েই বাকিদের পরীক্ষা হয় এবং পজিটিভ পাওয়া
যায়।

সংক্রমিত সকলেই আই এন এস আঙ্গরে-র একটিই আবাসিক ভবনে থাকেন।। পরীক্ষার রিপোর্ট আসার পরেই গোটা ভবনটি কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

তবে সমুদ্রে থাকা কোনও যুদ্ধজাহাজ বা সাবমেরিনে করোনা সংক্রমণ ছড়ায় নি বলেই দাবি করেছে নৌবাহিনী।

উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ 'থিয়োডোর রুজভেল্ট'-এ ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। এবং জাহাজটিতে অবস্থানরত নৌবাহিনীর ১০০রও বেশি সদস্য সংক্রমিত হয়েছেন। তারপরেই জাহাজে থাকা নৌবাহিনীর দুই হাজারেরও বেশি সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

ফ্রান্সের বিমানবাহী যুদ্ধজাহাজ চার্লস দা গল-এ অবস্থানরত দুই হাজার সদস্যর মধ্যে সাতশোরও বেশির দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 'ইন্ডিয়ান ন্যাভাল শিপ' বা 'আই এন এস' হলেও 'আই এন এস আঙ্গরে' অবশ্য কোনও যুদ্ধজাহাজ নয়।

এটি মুম্বাই উপকূলে অবস্থিত নৌবাহিনীর পশ্চিম নৌ কমান্ডের সরবরাহ বিভাগ। এটির আবাসিক ভবনে ৬৫০ থেকে ৭০০ অবিবাহিত নৌসেনা থাকেন।

এসি