ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সিলেটে নিজ বাড়িতে ফিরলেন খাদিজা

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

সাভারে পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘ চিকিৎসার পর অবশেষে সিলেটে নিজ বাড়িতে ফিরলেন বখাটের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। খাদিজা সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে স্বজনদের মাঝে। আর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে খাদিজা। গত বছরের ৩ অক্টোবর বখাটে বদরুল আলমের এলোপাতাড়ি চাপাতির কোপে গুরুতর আহত হয় সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস।  সিলেট থেকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয় তাকে। আড়াই মাস চিকিৎসার পর, খাদিজাকে নেয়া হয় সাভারে সিআরপি পুনর্বাসন কেন্দ্রে। সেখানে আড়াই মাস চিকিৎসা শেষে শুক্রবার সিলেটে নিজের বাড়ি ফেরেন খাদিজা। মৃত্যুর মুখ থেকে খাদিজা ফিরে আসায়, স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে। হামলাকারি বদরুলের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেটিই এখন চাওয়া খাদিজার। রোববার জবানবন্দি দিতে খাদিজাকে আদালতে নেয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, হামলার ঘটনায় গ্রেফতার বদরুলের বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে জানা গেছে।