ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

গ্যাসের দাম কম ছিল তাই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

গ্যাসের দাম আগে থেকেই কম ছিল, তাই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সকালে সিলেটের লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। এছাড়া ‘কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্ত’ বিএনপির এ দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, বিএনপি যেখানে ব্যর্থ হয়, সেখানেই ষড়যন্ত্র দেখে।