ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

উঠুন জেগে

শিবুকান্তি দাশ

প্রকাশিত : ১১:২২ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার | আপডেট: ১১:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

শিবুকান্তি দাশ

শিবুকান্তি দাশ

উঠুন জেগে

এই শহরে নেই কোলাহল
বন্ধ সকল কিছু
অদেখা এক ঘাতক নাকি
সবার নিলো পিছু।
রুখতে গিয়ে বন্ধি সবাই
নিজেই নিজের ঘরে
দূরত্বটা বজায় রেখে
সন্ধি সবাই করে।
চীন দেশে এ গুপ্ত ঘাতক
জন্ম নিয়ে ছুটে
দেশে দেশে লক্ষ প্রাণ সে
এক নিমেষে লুঠে।
সারা বিশ্ব এই ঘাতকের
সাথে করে যুদ্ধ
পরাশক্তি গুলোও আজ 
ক্ষয়ে ক্ষয়ে বুদ্ধ।
যেভাবে হোক এ ঘাতকের
বিনাশ হওয়া চাই চাই
নয় হতাশা উঠুন জেগে
নতুন দিনের গান গাই।

এক গুচ্ছ ছড়া

এক.

এক যে ছিল বানর
লেজ ছিল না তার
বনের রাজা সিংহ তাকে
খোঁচায় বারেবার।
একদিন সে বুদ্ধি করে
বানর সভা ডাকে
লেজের প্রয়োজন নেই বলে
কাটার প্রস্তাব রাখে।
এমন সময় শেয়াল এসে
উঠল হেসে জোরে
ব্যাপার খানা সন্দ লাগে
সব বানর যায় দৌড়ে।
খবর পেয়ে হাতি মামা
বাজিয়ে দিলো ঢোল
লেজকাটা সেই বানর পালায়
মিটল গন্ডগোল।

দুই. 

এক্কা দোক্কা খেলছে বিনু
খোপায় বাঁধা চুল
ঝুলছে কানে মামার দেয়া 
হাজার টাকার দুল।
গলায় পড়ে মুক্তার মালা
হাতে সোনার চুড়ি
কি সুন্দর খেলছে দেখো
সাড়া উঠোন জুড়ি।
মায়ের মুখে খুশির জোয়ার
হচ্ছে বিনু বড়ো
বাবা বলেন এবার থেকে
ইশকুলেতে পড়ো।

তিন.

চিন্তাহরণ রায়
যাকে তাকে ডেকে বলেন
নদীর ধারে চলতো বাপু
ঠান্ডা হাওয়া খায়।
কেউ যদি তার সঙ্গে যায়
ডুবে ডুবে জলই খায়
সন্ধ্যা হলে নদীর পাড়ে
ডুগডুগি বাজায়।
এসব দেখে পিচ্ছিরা সব 
মারে হাতে তালি
চিন্তাহরণ বলে বাঁচাও
জয় মা জয় কালী।

চার. 

শেয়াল মামা শেয়াল মামা
করছো তুমি কি
এই দেখো না তোমার জন্য 
মুরগি এনেছি।
খোকার হাতে মুরগি দেখে
শেয়াল হাসে ফিক
এমন সময় পাড়ার বাঘা
দৌড়ে এলো ঠিক।
খোকন বলে নাও নিয়ে খাও
আর করো না চুরি
শেয়াল বলে যাও তো বাপু
খাবো না ধুত্তুরি।

লেখক: কবি ও সাহিত্যিক

এসি