বিডিআর বিদ্রোহে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
বিডিআর বিদ্রোহে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার বিকেলে রাজধানীর নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহ মামলার আসামীদের সবাই চিহ্নিত হয়েছে। তাদের অনেকেই সাজা ভোগ করছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।