ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সেমিফাইনাল নিশ্চিত করলেন ক্যাসপার রুড

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

রিও ওপেন টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করলেন নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুড। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ থিয়াগো মন্টেরোকে হারিয়েছেন ক্যাসপার রুড। থিয়াগো মন্টেরোর বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-২ ব্যবধানে এগিয়ে যান নরওয়ের ক্যাসপার রুড। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতামূূলক খেলা গড়ে তোলেন ব্রাজিলিয়ান থিয়াগো মন্টেরো। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও ৭-৬ ব্যবধানে হেরে যান তিনি। সেই সাথে টুর্নামেন্টের  সেমিফাইনাল নিশ্চিত হয় ক্যাসপার রুডের। আর সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবেন স্প্যানিশ টেনিস তারকা পাবলো কারেন বাসতাকে।