ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

স্বাপ্নিক গিলগামেশ ও বাস্তববাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

খুদে এক যোদ্ধাদল
দাপিয়ে বেড়াচ্ছে এশিয়া ইউরোপ হয়ে গোটা দুনিয়া
সবচেয়ে সাম্রাজ্যবাদী শক্তি আজ নতজানুপ্রায়, 
মঙ্গোলদের অমানবিক অসুরীয় নির্মমতাও
খুব সামান্য এই যোদ্ধাদের হিংস্রতার কাছে।

যারা অতি তুচ্ছ বিষয়কে পুঁজি করে 
মুছে ফেলতে চেয়েছিল মেসোপটেমিয়া 
কিংবা আসিরীয় সভ্যতার শেষ চিহ্নটুকু,
আজ তারা নিজেরাই নিশ্চিহ্নের দ্বারপ্রান্তে।

হোমিনিডি থেকে হোমো স্যাপিয়েন্স 
বহু যত্নে বিবর্তিত লালিত গোটা মানব জাতি
আজ শঙ্কিত উদ্ব্যস্ত খুদে এই যোদ্ধাদের দাপটে।

গিলগামেশ চেয়েছিল চিরজীবী হতে
সাগর অতল অবধি খুঁজেছিল সঞ্জীবনীলতা,
আজ এই মহাদুঃসময়ে সেও হয়তো ফিরে আসতো
তার স্বাপ্নিক আবেশ ছেড়ে বাস্তববাদের পরাকাষ্ঠে।

অতি খুদে এক যোদ্ধাদল
হাতে নেই অত্যাধুনি মারণাস্ত্র অথবা পারমাণবিক মিসাইল,
তবু ভয়ে আতঙ্কিত, ব্যাবিলন থেকে ধ্রুপদী মায়া সভ্যতা
অত্যাধুনিক পূর্ব হতে পশ্চিমা নাগরিক জীবন
কিংবা উত্তর-দক্ষিণের বহুদূর বিস্তীর্ণ জনবিরল প্রান্তর।