ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

‘ভয়েস অব পাকুন্দিয়া’ ডক্টর টিমের ২ চিকিৎসক করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

কিশোরগঞ্জের ‘ভয়েস অব পাকুন্দিয়া’ ডক্টর টিমের দু’জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কিভাবে ওই দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) ‘ভয়েস অব পাকুন্দিয়া’ ডক্টর টিমের সমন্বয়ক ডা. হাবিবুল্লা মারজান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২০ এপ্রিল) ওই দুই ডাক্তারের করোনা পজিটিভ বলে জানা যায়। আক্রান্ত দুইজন চিকিৎসক হলেন, জেলার ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সারওয়ার হোসাইন রুমেল। তারা দুই জনই ৩৯ তম বিসিএস উত্তীর্ণ এবং সদ্য যোগদানকৃত।

তিনি আরও জানান, ওই দুই চিকিৎসকের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।বর্তমানে তারা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, দেশের এই দুর্যোগময় মুহুর্তে কর্মস্থলের পাশাপাশি নিজ উপজেলার জন্য গত ৮ এপ্রিল থেকে মোবাইল কলের মাধ্যমে ফ্রি সেবা দিয়ে যাচ্ছে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ ফেসবুক পাবলিক গ্রুপ থেকে গঠিত ডক্টর টিমের ১৪ ডাক্তার।