সাংসদ লিটন হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় পরিকল্পনাকারী কাদের খানসহ গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।
গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ মিনার থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেসময় অন্যান্যের মধ্যে আবুল হোসেন ও আব্দুল মান্নান মণ্ডল বক্তব্য রাখেন। বক্তারা সাংসদ লিটনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, আগামী উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এদিকে, অস্ত্রের সন্ধানে আজও সাবেক এমপি কাদের খানের সুন্দরগঞ্জের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।