অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে মেলা প্রাঙ্গণ জুড়ে ছিলো শিশুদের কোলাহল
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে মেলা প্রাঙ্গণ জুড়ে ছিলো শিশুদের কোলাহল। বাংলা একাডেমি চত্ত্বর আর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে পছন্দের বই কিনতে ব্যস্ত শিশুরা। কোমলমতি শিশুদের ছোটাছুটি আর নতুন বই কেনার উৎসব রূপ নেয় আনন্দমেলায়।
শনিবার সকালটা শুধুই শিশুদের। এবারের মেলার শেষ শিশু প্রহরে তাইতো বইয়ের টানে এভাবেই বাবা-মায়ের হাত ধরে হাজারো শিশুর গুটি গুটি পায়ে হেঁটে আসা। কচিমুখের উচ্ছ্বাসে মেলা প্রাঙ্গনে উৎসবের আমেজ।
বিশাল বইয়ের ভান্ডারে নতুন নতুন বই আর রং মুহূর্তেই রাঙিয়ে তোলে কোমলমতি শিশুদের মন। সবকিছু বাদ দিয়ে তাদের ছোট্ট চিন্তার জগতে তখন কেবলই যেনো বই। তাইতো ক্ষুদে হাতগুলো বেছে নেয় পছন্দের বই।
অন্যান্য দিনের মতো এদিনও নতুন মাত্রা যোগ করেছে সিসিমপুরের হালুম-ইকরি-টুকটুকি-শিকু চরিত্রগুলোও।
প্রিয় সন্তানের হাতে পছন্দের বইটি তুলে দিতে ব্যস্ত ছিলেন অভিভাবকরাও। আর শিশুদের মেধা বিকাশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেলায় আসেন শিক্ষকরা।
এদিন বিক্রিও ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা।
নতুন নতুন বই পাঠে শিশুদের জ্ঞানের পরিধি আরো বাড়াবে বলে মনে করেন লেখকরা।
বছর জুড়ে বই পাঠের চর্চা অব্যাহত রাখারও পরামর্শ তাদের।