ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

রোহিঙ্গাদের মানবাধিকার কোনোভাবেই যাতে লঙ্ঘিত না হয়: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

  রোহিঙ্গাদের মানবাধিকার কোনোভাবেই যাতে লঙ্ঘিত না হয়, তা বিবেচনায় রাখতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কক্সবাজারের কুতুপালং ও উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে, তারা অনেক কষ্টে রয়েছেন বলেও জানান তিনি। সেসময় মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে কাজ করাই বাংলাদেশের এ মুহূর্তে করণীয় বলে মন্তব্য করেন কাজী রিয়াজুল হক। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নিতে চাইলে সে স্থানটাও বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে।