ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে ডাকা অবস্থান কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

  গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে ডাকা অবস্থান কর্মসূচীতে পুলিশ লাঠিচার্জ করেছে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস খনিজ স¤পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে এ কর্মসূচী পালিত হয়। এ’সময় পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভকারীদের ব্যানার ছিনিয়ে নেয়। কোন উস্কানি ছাড়াই পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয় বলে জানান বিক্ষোভকারীরা। সমাবেশ থেকে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবী জানানো হয়।