ফৌজদারহাট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হল ইন্টান্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশন
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হল ইন্টান্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশন-২০১৭।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকতারা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।