ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

  চট্টগ্রামে বাকলিয়ার রাজাখালী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াছিনুর আদিল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ জানায়, গত রাতে রাজাখালীর বদিউল আলম কলোনীতে সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে স্থানীয় যুবক আলমগীরের হাতাহাতি হয়। এ’সময় আলমগীরের নেতৃত্বে¡ কয়েকজন বদিউল আলমের ছেলে আদিলের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সকালে আদিল মারা যান। এদিকে, ওয়াছিনুর আদিলকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা।