ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বে এবার নতুন মাত্রা যোগ করলেন ট্রাম্প

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১২:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বে এবার নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৯শে এপ্রিল হোয়াইট হাউজ করোসপনডেন্ট অ্যাসোসিয়েশনের সান্ধ্য ভোজে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার টুইটার বার্তায় ওই অনুষ্ঠানে যোগ না দেয়ার কথা জানান তিনি। জমকালো ওই অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা অংশ নেন। এদিকে বেশ কয়েকটি সংবাদ সংস্থাও অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছে। ১৯২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক নতুন মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে অংশ নিয়ে আসছে। এরআগে শুক্রবার সুনির্দিষ্ট কোনো কারন ছাড়াই হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।