ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১২:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

'কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করুন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের দ্বীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। শনিবার বিকেলে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় ঘুড়ি উৎসবের আয়োজক বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও ঢাকাবাসি সংগঠন। কক্সবাজার সমুদ্র সৈকতের নির্মল আকাশকে রঙিন করে উড়লো নানান রঙের ঘুড়ি। শনিবার বিকালে সৈকতের লাবনী পয়েন্টে ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ঘুড়ি উৎসবের আয়োজন করে। উৎসবে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভূটান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ঘুড়ি উড়ানো হয়। লায়ন ড্যান্স, রোমাঞ্চকর জর্বিং বলসহ সমুদ্র ঢেউয়ের চূড়ায় বাজিকরি ক্রীড়া উৎসবে মেতে উঠে প্রতিযোগীরা। রাষ্ট্রের পৃষ্টপোষকতায় বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি এ ঘুড়ি উড়ানো পুনরুজ্জিবিত করে বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে পারে বলে মনে করেন পর্যটকরা । পর্যটন কেন্দ্রকে জনপ্রিয় করতে ও ঐহিত্য ধরে রাখতে এ ধরণের উৎসব করার উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।