ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

অসহায় শিল্পীদের পাশে ডিপজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। এর আগে অসহায় শিল্পী কলাকুশলীদের পাশে দাঁড়ালেন প্রযোজক ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাদের জন্য পাঠিয়েছেন খাদ্য সামগ্রী। ৩৫০ শিল্পী ও ১৫০ জন কলাকুশলীর জন্য এ সহযোগীতা করছেন। করোনায় বিরাজমান অবরুদ্ধ অবস্থায় এ উদ্যোগ নিয়েছেন ডিপজল। 

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে এফডিসির বিভিন্ন সমিতিতে খাবারের প্যাকেট পাঠিয়েছেন ডিপজল। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে খাবার সামগ্রী সংগ্রহ শুরু করেছেন অনেকেই। তবে যারা এফডিসিতে আসবেন না তাদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন ডিপজল। তিনি বলেন, ‘আমি আমার সাধ্যমতো সবার সঙ্গে থাকার চেষ্টা করে যাব। একটা কথা বলে রাখা ভালো আমি কাউকে ত্রাণ দিচ্ছি না। এগুলো আমার সহকর্মীদের জন্য রোজার উপহার।’

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ২৭ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ।

এমএস/এসি