বিশ্বজিৎ হত্যা মামলায় ডেথ রেফারেন্স কার্যতালিকায়
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০২:৩৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য রয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, মামলাটি আজকের কার্যতালিকায় ২০ নম্বরে রয়েছে। ডেথরেফান্সের শুনানির সঙ্গে এ মামলায় আসামিদের করা আপিলও গ্রহণ করবে এ বেঞ্চ। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন দর্জি দোকানী বিশ্বজিৎ দাস।