খুলনার বাস চালকদের ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০২:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
খুলনার বাস চালকদের ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।
সকালে হাইকোর্ট সামনে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনার সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনিরের হত্যার অভিযোগে বাস চালককে যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত। কাজেই ধর্মঘটকারীদের উচ্চ আদালতের শরনাপন্ন হয়ে আপীল করাটাই ভাল হবে।