ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

লালমনিরহাটে কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

লালমনিরহাটের দয়ারকুটি গ্রামের দৃশ্য

লালমনিরহাটের দয়ারকুটি গ্রামের দৃশ্য

কালবৈশাখি ঝড়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দয়ারকুটি গ্রামে ২৫ থেকে ৩০টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে গেছে গ্রামের গাছপালা ও ক্ষতি হয়েছে বোরো ধান, ভুট্টা ও সবজি খেতের। 

শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে দমকা হাওয়ার সাথে কালবৈশাখি ঝড়ের তাণ্ডব শুরু হয় গ্রামটিতে। সাথে ছিল প্রবল বৃষ্টিও। শুধু এই গ্রামটিতে কালবৈশাখি আঘাত হানলেও আশেপাশে গ্রামের কোন ক্ষতি হয়নি। 

কালবৈশাখি ঝড়ে বাড়ি-ঘর মাটিতে পড়ে গেছে আবার কারো কারো ঘরের টিন বাতাসে উড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সকলেই কৃষক দিনমজুর ও কৃষি শ্রমিক। তাদের অনেকে এখন খোলা আকাশের নিচে রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেও দেননি কোন ত্রাণ সহায়তা। 

এনএস/