৬৫ বছর পেরিয়ে গেলেও ভাষা কন্যারা পাননি যোগ্য মর্যাদা
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০১:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
বায়ান্নোর ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণ কোন অংশেই কম নয়। ৬৫ বছর পেরিয়ে গেলেও ভাষা কন্যারা পাননি যোগ্য মর্যাদা। নাম না জানা অনেক নারী ভাষা সৈনিক অবহেলিত। তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন, সহযোদ্ধারা।
রাষ্ট্র ভাষা বাংলা চাই’’ এই দাবিতে ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও ছিলেন এক কাতারে। ভাষার লড়াইয়ে তাদের অবদান কোন অংশেই কম নয়।
তৎকালীন পাকিস্তান সরকারের বন্দুকের নলকে উপেক্ষাই শুধু নয়, ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে শ্লোগান তুলেছিলেন নারীরা। জীবন বাজি রেখে ছিলেন সামনের কাতারে। আপস...
কোন স্বীকৃতির জন্য নয়, ভাষার প্রতি ভালোবাসা থেকে লড়াইয়ে সামিল হয়েিেছলেন। কিন্তু বর্তমান সময়ে ভাষার প্রতি উদাসীনতা ও ভাষার অবমূল্যায়ন মেনে নেয়ার মত নয় বলে মত তাদের।
তাদের সহযোদ্ধারাও বলছেন, ধর্মীয় ও সামাজিত রক্ষণশীলতার শেকল ভেঙ্গে নারীরা রাজপথে সোচ্চার ছিলেন। তাই তাদের যথাযথ মর্যাদা দেয়ার কথা বললেন এই ভাষা সৈনিক।
ভাষা আন্দোলনের পথ ধরেই পরবর্তী আন্দোলনগুলোতেও সক্রিয় অংশগ্রহণে নারীরা উদ্বুদ্ধ হয়েছিলেন বলে মনে করেন তিনি।