ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

করোনা নিয়ে ডব্লিউএইচও’র ভয়াবহ বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার | আপডেট: ০২:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

সংস্থাটির মতে, ‘আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও দ্বিতীয়বার সংক্রমিত হবে না এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।’

তাই যেসব দেশ ‘ইমিউনিটি পাসপোর্ট’ বা ‘ঝুঁকিমুক্ত সনদ’ দিচ্ছে, তাদের সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেস।

সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এভাবে প্রথমবার সেরে ওঠা রোগীকে সনদ দেয়ার ফলে বরং এ ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। আর সেরে ওঠা মানুষদেরও সাবধান হওয়ার দরকার আছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব অর্থনীতি একেবারে স্তব্ধ হয়ে গেছে। কিছু দেশ সেরে ওঠা ব্যক্তিদের ভ্রমণ এবং কাজে ফেরার অনুমতি দিচ্ছে।

গত সপ্তাহে লাতিন আমেরিকার দেশ চিলে দেশটির যেসব নাগরিক ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন তাদেরকে ‘স্বাস্থ্য সনদ’ দেয়া হবে বলে জানায়। তাদের দেহে অ্যান্টিবডির উন্নয়ন হলেই তারা দ্রুত কার্মস্থলে ফিরতে পারবেন বলেও ঘোষণা দেয়া হয়। 

এমন অবস্থা অন্যান্য দেশেও শুরু হতে পারে, এমন আশঙ্কায় এ সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও। এ পর্যন্ত গবেষণালব্ধ প্রাপ্ত ফলাফল বলছে, ‘সেরে ওঠা ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তবে কিছু মানুষের শরীরে তার পরিমাণ খুবই কম হয়ে থাকে। 

এআই/