গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের সাম্যবাদী দল।
জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ঢাকা মহানগর সম্পাদক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। এ সময় দিলীপ বড়–য়া বলেন, গ্যাস জাতীয় সম্পদ। সিদ্ধান্ত নেয়ার সময় জনগণের স্বার্থকেই সমুন্নত রাখতে হবে। কোন কায়েমী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের খপ্পড়ে না পড়ার দিকে নজর দিতে হবে। অবিলম্বের গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।